সে বললো, ‘শপথ রইলো, আমি তোমাকে হত্যা করবো।’ (অপরজন) বললো, ‘আল্লাহ, তাদের থেকেই কবুল করেন, যাদের মধ্যে (আল্লাহর) ভয় থাকে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:২৭) সূরা– মা–ইদাহ্।
যে ব্যক্তি বিনা ওজরে তিন জুমআ পরিত্যাগ করে, সে মোনাফেক।
– আল–হাদিস (ইবনে হাব্বান)
অর্থ ও যশ মানুষের জীবনের সব নয়।
– স্কট।