এবং তাদেরকে পড়ে শুনান, আদমের দু’পুত্রের সত্য সংবাদ; যখন তারা উভয়ে এক একটা কোরবানী পেশ করলো; তখন একজনের কোরবানী কবুল এবং অন্যজনের কবুল হলো না।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:২৭) সূরা– মা–ইদাহ্।
তোমরা মিথ্যা হইতে দূরে থাক, যেহেতু মিথ্যা মানুষকে পাপে পূর্ণ করিয়া দোজখে নিক্ষেপ করে।
– আল–হাদিস (ইবনে হাব্বান)
উৎকৃষ্ট জিনিস পেতে হলে কষ্ট করতে হয়।
– থেলমা টমসন।