তখন তিনি তাদের হাত তোমাদের উপর থেকে রুখে দিয়েছেন, এবং আল্লাহকে ভয় করো আর মুসলমানদেরকে আল্লাহরই উপর ভরসা করা চাই।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১১) সূরা– মা–ইদাহ।
জালিম নেতা বা আমীরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না।
– আল–হাদিস (হাকেম)
বিনয় এমন এক সম্পদ, যা দেখে কেউ হিংসা করে না।
– টমাস শাফেয়ি।