যখন তোমরা বলেছিলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি; আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অন্তর সমূহের কথা জানেন।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:০৭) সূরা মা–ইদাহ্।
সত্যবাদী মুমিন ব্যবসায়ীগণ নবী, সিদ্দীক ও শহীদগণের সঙ্গে থাকিবে।
– আল–হাদিস (তিরমিজী, ইবনে মাজা)
আমি কোন জিনিসই গচ্ছিত রাখি না, তাই হারানোর ভয়ে আমি চিন্তিত নই।
– সক্রেটিস।