আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো এবং কিতাবীদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:০৫) সূরা মা–ইদাহ্।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াছিন পাঠ করে তাহার পাপ মার্জনা করা হয়। অতএব মুমূর্ষ লোকদের নিকট উহা পাঠ কর।
– আল–হাদিস (বায়হাকী)
মানুষের কল্যাণ করা বিধাতাকে সন্তুষ্ট করবার একমাত্র উপায়।
– ফ্রাঙ্কলিন।