সেগুলোকে শিকারের দিকে ধাবিত করে, যে জ্ঞান তোমাদেরকে আল্লাহ্্ শিক্ষা দিয়েছেন তা থেকে সেগুলোকে শিক্ষা দিয়ে।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:০৩) সূরা মা-ইদাহ্্।
যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান আনিয়াছে, তাহার প্রতি জুমার দিবস জুমার নামাজ পড়া অবশ্য কর্তব্য।
– আল-হাদিস (দারকুৎনী)
আভিজাত্যের অহংকারের অন্যায় বোধ হয় আর একটিও নাই।
– টমাস ফুলার।