তবে যেগুলোকে তোমরা যবেহ করে নিয়েছো তা’ ব্যতীত, যা মূর্তি পূজার বেদীর উপর বলি দেয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা ভাগ নির্ণয় করা।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:০৩) মা–ইদাহ।
যাহারা একমুখে দুই কথা বলে, তাহারা মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি।
– আল–হাদিস (বোখারী, মোসলেম)
মহৎ কাজে যাঁরা ব্রতী তাঁরা নিঃসন্দেহে আত্মত্যাগী।
– ফেডারিক ডন।