সুতরাং ওই সব লোক, যারা ঈমান এনেছে এং ভালোকাজ করেছে তিনি তাদের কর্মের প্রতিদান তাদেরকে পূর্ণরূপে প্রদান করবেন।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১৭৩) সূরা নিসা।
যে ব্যক্তি জুমার দিবসে মৃত্যুমুখে পতিত হয় তাহার জন্য শহীদের ফল লিখিত হইবে এবং কবরের আযাব হইতে নিষ্কৃতি পাইবে।
– আল-হাদিস (হোমায়েদ)।
অর্থ ও যশ মানুষের জীবনে সব নয়।
– স্কট।