হে মানবজাতি! নিজ রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তারই থেকে তার জোড়া সঙ্গিনী সৃষ্টি করেছেন আর এ দু’জন থেকে বহু নর-নারী বিস্তার করেছেন।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:০১) সূরা নিসা।
তোমাদের খাদ্য পরিমাপ করিয়া দিও, উহাতে স্বচ্ছলতা আসিবে।
– আল-হাদিস (বোখারী)।
নিরাশ হয়োনা, তাতে আয়ু কমে যায়।
– জাস্টিনিয়ান।