সর্বাবস্থায় আল্লাহরই সেটার সর্বাধিক ইখতিয়ার রয়েছে। সুতরাং প্রবৃত্তির অনুগামী হয়ো না যাতে সত্য থেকে আলাদা হয়ে পড়ো এবং যদি তোমরা হেরফের করো অথবা মুখ ফিরিয়ে নাও।
-আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১৩৫) সূরা নিসা।
লজ্জা দ্বারা সফলই লাভ হয়, সমস্ত গুণের মধ্যে লজ্জাশীলতা উৎকৃষ্ট গুণ।
– আল-হাদিস (মোসলেম, বোখারী)।
কুৎসিত মনের থেকে কুৎসিত মুখ অনেক ভালো।
– জেমস ইলিস।