সামান্য উপভোগ (মাত্র)। অতঃপর তাদের ঠিকানা হচ্ছে দোযখ; এবং কতোই নিকৃষ্ট বিছানা।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১৯৭) সূরা আ-ল-ই- ‘ইমরান।
তোমাদের মৃত ব্যক্তিদের নিকট সূরা ইয়াছিন পাঠ করিও।
-আল হাদিস (আবু দাউদ, ইবনে মাজা)।
দরিদ্রদের জন্য কিছু সঞ্চয় করা এবং তাদের জন্য ভাবা মানুষ হিসেবে প্রত্যেকেরই কর্তব্য।
-জন ওজেল।