এবং যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, অবিলম্বে আমি তাদেরকে বাগানসমূহে নিয়ে যাবো,
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১২২) সূরা নিসা।
তোমাদের সাধারণ লোকের আমার মর্যাদা যেরূপ অধিক, দরবেশের তুলনায় আলেমের মর্যাদা ও সেইরকম অধিক।
– আল-হাদিস (তিরমিজী)।
বন্ধু অপেক্ষা শত্রুকে পাহারা দেওয়া সহজ।
– আলকমেয়ন।