যা আল্লাহর নিকট অপছন্দনীয় এবং আল্লাহ তাদের কার্যাদিকে পরিবেষ্টন করে আছেন।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১০৮) সূরা নিসা।
ক্ষুধার্তকে অন্ন দান কর, রোগীর সেবা কর এবং বন্দীকে মুক্তি দাও, যদি সে অন্যায়ভাবে বন্দী হইয়া থাকে।
– আল-হাদিস (আবু দাউদ, বোখারী)।
অতি মাত্রায় বাস্তববাদী লোকেরা সচ্ছলতা পায় কিন্তু সব সময় শান্তি পায় না।
– জর্জ গ্রানভিল।