অতঃপর যখন নিরাপদ হয়ে যাও তখন বিধি মোতাবেক নামাজ কায়েম করো। নিঃসন্দেহে নামাজ মুসলমানদের জন্য সময় নির্ধারিত ফরজ।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১০৩) সূরা নিসা।
ফরজ নামাজের পর সর্বাপেক্ষা অধিক মর্তবার নামাজ হইল রাত্রের মধ্যভাগে তাহজ্জুদের নামাজ।
– আল-হাদিস (আহমদ)।
অপরাধ করা ছাত্রদের এবং ক্ষমা না করা শিক্ষকদের ধর্ম।
– রবীন্দ্রনাথ ঠাকুর।