(নিশ্চয়) যারা ঈমানের বিনিময়ে কুফর ক্রয় করেছে, (তারা) আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৭৭) সূরা আ-ল-ই ‘ইমরান’।
প্রত্যেক ব্যধির প্রতিকার আছে। পাপের প্রতিকার ক্ষমা প্রার্থনা করা।
– আল-হাদিস (ছগির)।
সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শঃই ক্ষণিকের হয়।
– জ্যাকব এ, রিক্স।