৭৮৬

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

সেটার মধ্যে সুস্পষ্ট নিদর্শনাদি রয়েছে ইব্রাহীমের দাঁড়াবার স্থান; আর যে ব্যক্তি সেটার অভ্যন্তরে প্রবেশ করে সে নিরাপত্তার মধ্যে থাকে।

– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৯৭) সূরা আ-ল-ই ‘ইমরান’।

যে ব্যক্তি নিজ ওয়ারিশকে তার প্রাপ্য অংশ হইতে বঞ্চিত করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে তার প্রাপ্য বেহেস্ত হইতে বঞ্চিত করিবেন।

– আল-হাদিস (ইবনে মাজা)।

সেই আনন্দই যথার্থ যা দুঃখকে অতিক্রম করে আমাদের কাছে আসে।

– নিক্সন ওয়াটারম্যান।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকাটতে শুরু করেছে টিকার সংকট জনমনে আশার সঞ্চার