যাবতীয় খাদ্য বণী ইস্রাঈলের জন্য হালাল ছিলো কিন্তু ওই খাদ্য যা ইয়া’কুব নিজের উপর হারাম করে নিয়েছিলো তাওরীত অবতীর্ণ হবার পূর্বে। আপনি বলুন, ‘তাওরীত এনে পাঠ করো যদি সত্যবাদী হও।’-
আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৯৩) সূরা আ-ল-ই ‘ইমরান’।
আল্লাহর ক্ষমা তোমার পাপের চেয়ে বড়।
-আল হাদিস (ছগির)।
ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি।
– লে হান্ট।