এবং আমি তোমাদের নিকট তোমাদের রবের নিকট থেকে নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার হুকুম মান্য করো।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৫০) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ (সাঃ) ফরমাইয়াছেন- শবে কদরকে আল্লাহতায়ালা কেবলমাত্র আমার উম্মতকে তাঁহার খাস রহমত হিসাবে দান করিয়াছেন অন্য কোন নবীর উম্মত উহা প্রাপ্ত হয় নাই।
– আল-হাদিস (দোররে মনসুর)
খোদার সৃষ্টি সম্বন্ধে গবেষণা করাও তাঁর এবাদতের সমতুল্য।
– হযরত আলী (রাঃ)।