(হে হাবীব!) আপনি বলুন, আমি কি তোমাদেরকে এগুলো অপেক্ষা উৎকৃষ্টতর বস্তুর কথা বলে দেবো? খোদাভীরুদের জন্য তাদের রবের নিকট জান্নাত সমূহ রয়েছে।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:১৫) সূরা আ-ল-ই ‘ইমরান’।
সেই সুখী, যে মূর্খতা ত্যাগ করিয়াছে, উত্তম দ্রব্য গ্রহণ করিয়াছে এবং ন্যায্যভাবে কাজ করে।
– আল-হাদিস (ছগির)।
যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে, সে কিছুই শেষ করতে পারে না।
– সি সিমোনস।