৭৮৬

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:২৯ পূর্বাহ্ণ

এবং জননীগণ স্তন্যপান করাবে আপন সন্তানদেরকে পূর্ণ দুবছর, তারই জন্য, যে স্তন্যপানকাল পূর্ণ করতে চায় এবং সন্তান যার তার উপর স্ত্রীদের ভরণ-পোষণ করা কর্তব্য, বিধি মোতাবেক।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩৩) সূরা বাক্বারা।

তোমরা হিংসা করা হইতে সতর্ক হও, কারণ আগুন যেমন কাঠ বা খড় কুটাকে ভষ্ম করে হিংসা তেমনি নেক কাজগুলিকে ধ্বংস করে।
– আল-হাদিস (আবু দাউদ)।

আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারবে না।
– রবীন্দ্রনাথ ঠাকুর।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে খোকন চৌধুরী
পরবর্তী নিবন্ধডিলান টমাস : বহুমাত্রিক কবিপ্রতিভা