৭৮৬

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:২৮ পূর্বাহ্ণ

এ তালাক দুবার পর্যন্ত। অতঃপর উত্তম পন্থায় রেখে দেওয়া অথবা সদয়ভাবে মুক্ত করে দেয়া। আর তোমাদের পক্ষে বৈধ নয় যে, যা কিছু স্ত্রীদের দিয়েছো তা থেকে কিছু ফেরত নেবে, কিন্তু যখন উভয়ের আশঙ্কা হয় যে, আল্লাহর সীমারেখাগুলো কায়েম করবে না। 
-আল কুরআনের বঙ্গানুবাদ (২:২২৯) সূরা বাক্বারা।

আল্লাহ বলিলেন-মর্যাদা বিশিষ্ট জিনিসগুলি কি কি? হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলিলেন- লোককে আহার করান, মিষ্ট কথা বলা, এবং মানুষের নিদ্রাকালে রাত্রে নামাজ পড়া। 
-আল-হাদিস (তিরমিজী)।

বৃদ্ধদের প্রতি অবজ্ঞা পোষণ করো না, কারণ অভিজ্ঞতার মূল্য অনেক। 
-ডাব্লিউ বি র‌্যান্ডস

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর সঙ্গে জাতীয় অর্থনীতির সম্পর্ক
পরবর্তী নিবন্ধখাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়ে আরো বেশি মনোযোগ দিতে হবে