৭৮৬

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

অতঃপর তোমাদের প্রতি দুঃখের পর শান্তির তন্দ্রা অবতারণ করেছেন, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিলো এবং অন্য দল নিজের প্রাণ রক্ষায় চিন্তায় পড়েছিলো, আল্লাহ সম্পর্কে অমূলক ধারণা করতো জাহেলিয়াতের ধারণার মতো। তারা বলতো, আমাদেরও কি এ কাজের কোনরূপ ইখতিয়ার আছে, আপনি বলে দিন, ইখতিয়ার তো সবই আল্লাহর।

– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৫৪) সূরা আ-ল-ই ‘ইমরান’।

বিধবা ও দরিদ্রদিগকে সাহায্য করা-আল্লাহর পথে জেহাদ করা বা সমস্ত দিন রোজা রাখা বা সমস্ত রাত্রি নামাজে দাঁড়াইয়া থাকার সমান।

– আল-হাদিস (মোসলেম, আবু দাউদ)।

অস্থির মানসিকতা স্বাস্থ্য এবং শান্তি দুটোতেই বিঘ্ন সৃষ্টি করে।

– আফরাবেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রয়োজন সরকারের নিবিড় নজরদারি