হে ঈমানদারগণ! যখন তোমরা জিহাদে যাত্রা করো, তখন যাচাই করে নাও এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না, তুমি মুসলমান নও। – আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৯৪) সূরা নিসা।
হজরত ইবনে আব্বাস হইতে বর্ণিত আছে হযরত রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন- অধিকাংশ লোকই দু্ইটি নেয়ামত হইতে বঞ্চিত স্বাস্থ্য ও অবসর।
– আল-হাদিস (বোখারী)।
ইচ্ছার সমাপ্তি ঘটলেই শান্তির যাত্রা শুরু হয়।
– উইলিয়াম শার্প।