আর যে ব্যক্তি কোন মুসলমানকে জেনে বুঝে হত্যা করে, তবে তার বদলা জাহান্নাম। দীর্ঘদিন তাতে থাকবে এবং আল্লাহ্ তার উপর রুষ্ট হয়েছেন আর তাকে অভিসম্পাত করেছেন। আর তার জন্য তৈরী রেখেছেন মহা শাস্তি।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:৯৩) সূরা নিসা।
দুনিয়ার সমস্ত সুখ–স্বাদ ধ্বংসকারী মৃত্যুর স্মরণ বেশী করিয়া করিবে।
– আল–হাদিস (তিরমিজী, নাছায়ী)।
একটি মহৎ অন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো।
– বুলার লিটন।