তার লোকজনকে রক্তপথ অর্পণ করা হবে এবং একজন মুসলিম ক্রীতদাস আযাদ করা (অপরিহার্য), সুতরাং যার সামর্থ্য নেই সে লাগাতার দু’মাস রোজা রাখবে, এটা হচ্ছে আল্লাহর নিকট তার তাওবা; এবং আল্লাহ জ্ঞানময়, প্রজ্ঞাময়।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:৯২) সূরা নিসা।
তোমাদের মৃত ব্যক্তিদের নিকট সূরা ইয়াসিন পাঠ করিও।
– আল–হাদিস (আবু দাউদ)।
যে বিচারের ভয়ে পালিয়ে বেড়ায় সে তার নিজের অপরাধ স্বীকার করে।
– সাইরাস।।