নিশ্চয় সে নিজে এবং তার দল তোমাদেরকে সেখান থেকে দেখতে পায়, যেখানে তোমরা তাদেরকে দেখতে পাও না;
–আল কোরআনের বঙ্গানুবাদ (৭: ২৭) সূরা আল–আরাফ।
যাহারা শুধু অর্থ সঞ্চয় করে এবং সৎপথে ব্যয় করে না, তাহারা নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত।
–আল হাদীস (বোখারী, মোসলেম)
যা ঘটেছে তাকে সানন্দে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
–ডিজরেইলি।