এবং এ যে, নামায কায়েম রাখো এবং তাঁকে ভয় করো; আর তিনিই হন, যাঁর প্রতি তোমাদের উত্থান।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:৭২) সূরা আন্ ‘আম।
জুমার দিবসের শুভ মুহূর্তটিকে আসরের পর হইতে সূর্যাস্ত কাল পর্যন্ত অন্বেষণ কর।
– আল–হাদিস (তিরমিজী)।
দরিদ্রের জন্য কিছু সঞ্চয় করা এবং তাদের জন্য ভাবা মানুষ হিসেবে প্রত্যেকেরই কর্তব্য।
– জন ওয়েল।