সেই তাওবা, যা কবুল করা আল্লাহ আপন অনুগ্রহক্রমে অপরিহার্য করে নিয়েছেন, তা তাদেরই, যারা না জেনে কাজ করে বসেছে, তারপর সত্বর তাওবা করে নেয়,
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:১৭) সূরা নিসা।
আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে আহার ও পান করার পর আল্লাহর প্রশংসা করে।
– আল–হাদিস (মোসলেম)।
অন্যের উপর নির্ভরতা এক ধরনের রোগ, এর ফলে জীবনে উন্নতি লাভ করা যায় না।
– মনিট্রাফিজ।