এবং তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে বিশেষতঃ তোমাদের নিজেদের মধ্যেকার চারজন পুরুষের সাক্ষ্য গ্রহণ করো।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:১৫) সূরা নিসা।
তিন ব্যক্তির ফরজ বা নফল কোন নামাজই কবুল হয় না– (১) পিতামাতার অবাধ্য সন্তান, (২) দানের বড়াইকারী, (৩) তকদীরের প্রতি অবিশ্বাসকারী।
– আল–হাদিস (হাকেম)।
একজন আইনবিদ প্রতিবেশী হিসেবে ভালো নয়।
– ফ্রাঙ্কলিন।