৭৬৫ রানে থামল বিরাট কোহলির স্বপ্নের বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপটা যেন বিরাট কোহলির জন্যই। একের পর এক রেকর্ড ভেঙ্গেছেন আর নতুন করে গড়েছেন। বলা যায় স্বপ্নের বিশ্বকাপ কাটিয়েছেন এই ভারতীয় গ্রেট। রানের ফোয়ারা ছুটিয়ে বিরাট বিশ্বকাপ শেষ করেছেন ৭৬৫ রান করে। যা আগে কখনোই কেউই করতে পারেনি। গতকাল আরো একটি সেঞ্চুরি প্রত্যাশায় বসেছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এক লক্ষ ত্রিশ হাজার দর্শক। কিন্তু সে প্রত্যাশা পূরণ করতে পারেননি কোহলি। ফিরেছেন ফাইনালেও ফিফটি করে। তবে পরিস্থিতি এমন ছিল যে, দল তার কাছে চাইছিল বড় কিছু। সেটিই হলো না কামিন্সের বল স্টাম্পে টেনে আনায়। আউট হয়ে গেলেন তিনি ৬৩ বলে ৫৪ রান করে। ব্যাট হাতে কোহলির বিশ্বকাপ শেষ হলো ৭৬৫ রানে।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড ও প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে ৭০০ রান ছোঁয়ার কীর্তি গড়েছেন তিনি আগেই। ফাইনালে ফিফটি করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি। ১১ ইনিংস খেলে তার গড় ৯৫.৬২ আর স্ট্রাইক রেট ৯০.৩১। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ফিফটি ছোঁয়া ইনিংসের রেকর্ডও তিনি গড়েছিলেন আগেই। ফাইনালের ফিফটিতে সেটিও বাড়িয়ে নিলেন আরও। ১১ ইনিংসের ৯টিতেই তিনি পৌঁছেছেন পঞ্চাশে। এর মধ্যে ৩টিকে রূপ দিয়েছেন শতরানে। সেই ৩ সেঞ্চুরির একটি করেছিলেন সেমিফাইনালে। ফিফটি করলেন ফাইনালে। আর কোনো ভারতীয় ব্যাটসম্যান বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে পঞ্চাশ ছুঁতে পারেননি। ২০০৩ বিশ্বকাপে শচিন টেন্ডুলকারের করা ৬৭৩ রানের রেকর্ড পেছনে ফেললেও তার বাউন্ডারির রেকর্ড ছুঁতে পারেননি কোহলি। ওই আসরে সবচেয়ে বেশি ৭৫টি বাউন্ডারি মেরেছিলেন টেন্ডুলকার। এক বিশ্বকাপে যা রেকর্ড। পরে ২০০৭ আসরে ৬৫৯ রানের পথে ৬৯টি চার মেরেছিলেন ম্যাথু হেইডেন। এবার কোহলি থামলেন ৬৮ বাউন্ডারিতে।

গতকাল ফাইনালে কোহলির শুরুটা হয়েছিল দারুণ কয়েকটি বাউন্ডারি মেরে। মিচেল স্টার্কের ওভারে উড়িয়ে মেরে একটি বাউন্ডারির পর ওই ওভারেই টানা দুটি বাউন্ডারি মারেন দৃষ্টিনন্দন দুটি শটে। পরে আরেকটি চার মারেন গ্লেন ম্যাঙওয়েলের বলে কাট শটে। এরপরই রোহিত শার্মা ও শ্রেয়াস আইয়ার অল্প সময়ের মধ্যে বিদায় নিলে সাবধানী হয়ে যান কোহলি। ঝুঁকির পথ পরিহার করেন। তবে খোলসে ঢুকে যাননি। একদুই করে নিয়ে ইনিংস গড়তে থাকেন। ফিফটিতে পা রাখেন ৫৬ বলে। একটু পরই কামিন্সের সেই ডেলিভারি। শর্ট অব লেংথ থেকে বলকে অনেকটা লাফিয়ে তোলেন কামিন্স। মন্থর উইকেটে কিছুটা থমকে আসে বল। কোহলি শরীর থেকে একটু দূরে ব্যাট পেতে দেন। ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। হতাশায় কয়েক মুহূর্ত ক্রিজেই দাঁড়িয়ে থাকেন কোহলি। শেষটা হয়তো তার প্রত্যাশামতো হলো না। তবে এই বিশ্বকাপে যা করলেন তিনি, রেকর্ডঅর্জনকীর্তি ভরা তার ক্যারিয়ারের সবচেয়ে দ্যুতিময় প্রাপ্তিগুলোর মধ্যেই থাকবে তা।

পূর্ববর্তী নিবন্ধভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক আমন্ত্রণ পাননি ফাইনালে
পরবর্তী নিবন্ধ‘ফিলিস্তিনে হামলা থামাও’ লেখা টি-শার্ট পরে ফাইনালের মাঠে ঢুকে পড়লেন দর্শক