৬ অপহরণকারীকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফেরিওয়ালাকে অপহরণের ২ ঘন্টা পর উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় এক ফেরিওয়ালাকে অপহরণের ঘটনায় ছয় অপহরণকারীকে আটক করে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অপহৃতের নাম মহ্‌দ্িদীন (৫২)। গ্রেপ্তারকৃত অপহরণকারী হলো মো. মিনহাজ (১৯), কোরবান আলী (২৩), মো. ইকবাল (২৭), মো. শাওহন (২১), আবুল মোমেন (২০) ও মো. রাকিব (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া মাদারবাড়ির বাদশার পাড়া কেফায়েত উল্লাহর বাড়া বাসা থেকে ঢেকে মহিউদ্দীনকে অপহরণ করে সিএনজি টেঙিযোগে সোনাকানিয়া ইউনিয়নের নোয়াপুকুর পাড়ের পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে সকাল ১০টায় দিকে অপহৃতের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন অপহরণকারীদের আটক করে গণপিটুনি দেয় এবং অপহৃতকে উদ্ধার করে। পুলিশ জানান, সোনাকানিয়া এলাকায় ছয় অপহরণকারীকে আটক ও এক অপহৃতকে উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর অপহৃতকে উদ্ধার ও জনতার হাতে আটককৃত অপহরণকারীদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধকেন এই অযত্ন, অবহেলা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু