৬৫ স্টার্টাপ নিয়ে শুরু বিগ-২০২১

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

৬৫টি স্টার্টাপ নিয়ে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-২০২১)। সেরা ২৬টি স্টার্টাপ পাবে দুই কোটি ৬০ লাখ টাকা অনুদান। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এতে বলা হয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দিক-নির্দেশনায় বিশেষভাবে আয়োজিত হচ্ছে বিগ ২০২১। এই আয়োজনের একটি বড় আকর্ষণ হিসেবে থাকছে ১৩ পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো। স্টার্টআপদের নিয়ে শ্বাসরূদ্ধকর ১৩ পর্বের এই রিয়েলিটি শো প্রচার হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় একটি বেসরকারি টিভি চ্যানেলে। এছাড়া, অনুষ্ঠানটি একই সময়ে অনলাইনে লাইভ দেখতে ভিজিট করতে হবে আইডিয়া (https://www.facebook.com/LetsStartupBD)) ও ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (BIG) ২০২১’ (https://www.facebook.com/BangabandhuInnovationGrant)) এর ফেসবুক পেজে। এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছেন আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিব ও বিগ ২০২১ এর সমন্বয়ক প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী। এই অনুষ্ঠানের চিফ অব রিয়েলিটি শো এবং বিগ ২০২১ এর সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেন আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস। স্টার্টআপদের এই রিয়েলিটি শোতে প্রতিযোগীরা মুখোমুখি হবেন দেশ-বিদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়িক নেতাদের সঙ্গে, যারা বিচারক হিসেবে প্রতি পর্বে বাছাই করবেন দু’টি করে স্টার্টআপ। এই রিয়েলিটি শোয়ে ৬৫টি স্টার্টআপ থেকে মোট ২৬টি স্টার্টআপ নির্বাচন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাইক্রোসফট অফিস ২০২১-এ যোগ হচ্ছে ডার্ক মোড
পরবর্তী নিবন্ধজেমিকে ছুটি দিয়ে নতুন কোচ নিল বাফুফে