মাইক্রোসফট অফিস ২০২১-এ যোগ হচ্ছে ডার্ক মোড

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

মাইক্রোসফট বাণিজ্যিক ক্রেতাদের জন্য অফিস স্যুটের নতুন সংস্করণ উন্মোচন করেছে সম্প্রতি। উইন্ডোজ ও ম্যাক প্ল্যাটফর্মে ‘মাইক্রোসফট অফিস লং টার্ম সার্ভিসিং চ্যানেল (এলটিএসসি)’-এর মূল ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠান। মাইক্রোসফট ওই ‘প্রোডাক্টিভিটি স্যুট’র সাধারণ গ্রাহক সংস্করণ উন্মোচন করবে অক্টোবর মাসে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এবং দ্য ভার্জ জানিয়েছে, মাইক্রোসফট ৫ অক্টোবর সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘অফিস ২০২১’ সংস্করণ উন্মোচন করবে। ওই দিনেই উইন্ডোজ ১১ উন্মোচনের কথাও রয়েছে মাইক্রোসফটের। খবর বিডিনিউজের। বাণিজ্যিক ক্রেতাদের কথা মাথায় রেখে অফিস এলটিএসসি নির্মিত হয় বলে বলে যখন-তখন আপডেট করার প্রয়োজন হয় না এই সংস্করণটির। মাইক্রোসফট ৩৬৫ এআই এবং ক্লাউডনির্ভর অনেক ফিচারও নেই এতে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য অফিস ২০২১-এর যে সংস্করণটি আসছে, তাতে অফিস এলটিএসসি‘র কিছু ফিচার থাকবে বলে জানিয়েছে ভার্জ।

পূর্ববর্তী নিবন্ধইয়োহানির দৃষ্টি এখন সামনে
পরবর্তী নিবন্ধ৬৫ স্টার্টাপ নিয়ে শুরু বিগ-২০২১