রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি স্বর্ণের বারসহ মো. নিজাম নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দুবাইফেরত দোহার একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের হাটহাজারির নাঙ্গলমোরা গ্রামের মো. মফিজের ছেলে। খবর বাংলানিউজের। জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা নিজামকে আটক করে স্বর্ণ থাকার কথা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে গ্রিন চ্যানেলে তার দেহ তল্লাশি করে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর হাতে বহনকৃত প্লাস্টিকের ব্যাগ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া লাগেজ স্ক্যানিং করে ১৬ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল চারটি চুড়ি, তিনটি লকেট ও তিনটি আংটি। স্বর্ণালঙ্কারসহ উদ্ধারকৃত মোট স্বর্ণের পরিমাণ ৯০৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা।