বিলুপ্ত এফইআর অ্যাক্টের ১৮/এ ধারা পুনঃস্থাপন করার প্রস্তাব

বাংলাদেশ ব্যাংক গভর্নরকে মেট্রোপলিটন চেম্বারের চিঠি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

ফ্রেইট ফরওয়ার্ডারদের বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণে জাতীয় স্বার্থে বিলুপ্ত এফইআর অ্যাক্ট-১৯৪৭ এর ১৮/এ ধারা পুনঃস্থাপন করার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহাবুব চৌধুরী। গতকাল বাংলাদেশ ব্যাংক গভর্নরকে লেখা চিঠিতে তিনি এ আহ্বান জানান। চিঠিতে উল্লেখ করা হয়, ‘দেশে ডলার সংকটের বড় কারণ ফরওয়ার্ডিং এজেন্টগণ ফরেন এঙচেঞ্জ গাইড লাইনের চ্যাপ্টার-১৭ সেকশান-১ মতে প্রিন্সিপাল থেকে কমিশন ও সার্ভিস চার্জ আনছে না। উল্টো চালান ছাড়পত্র দিতে আমদানিকারক থেকে ৫০০০ অথবা ৪৫০০ টাকা নিয়ে অর্ধেক বিদেশে হুন্ডি করে শোনা যায়। যে যত বেশী ডলার হুন্ডি করে সে তত বেশী ব্যবসা পায়। রপ্তানিতেও স্থানীয় খরচ ও কমিশন না এনে বিভিন্ন নামে বে-আইনী অর্থ আদায়ে প্রতিদিন দেশের বহু ডলার হুন্ডি হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অডিট টিমও, ১৮/এ ধারা প্রতিস্থাপন প্রয়োজন। কোনো ব্যবসায় একজনের ট্রেড লাইসেন্স, বন্ড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, আমদানি লাইসেন্স এবং রপ্তানি লাইসেন্স ইত্যাদি থাকে। যেহেতুু ফরওয়ার্ডারদের কর্মকাণ্ড সম্পূর্ণ বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট, তাই জবাবদিহিতা নিশ্চিতকরণে জাতীয় রাজস্ব বোর্ড থেকে দেয়া লাইসেন্সের পাশাপাশি ফরওয়ার্ডিং এজেন্টদের জন্য ১৮/এ ধারায় বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স দেয়ার পূর্বের বিধান প্রতিস্থাপন করা অত্যন্ত জরুরি। অনেকটা জবাবদিহিতায় আসবে। এক্ষেত্রে দেশের ডলার সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অডিট টিমের তদারকিতে ফরওয়ার্ডার দেশে বৈদেশিক মুদ্রায় সার্ভিস চার্জ, কমিশন ও স্থানীয় খরচ আনতে বাধ্য হবে। এজেন্ট কর্তৃক বে-আইনী অর্থ আহরণ থেকে দেশের আমদানি ও রপ্তানিকারক রক্ষা পাবে। তাই জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১ টি অডিট টিম চালু এবং ফরওয়ার্ডারদের বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণে জাতীয় স্বার্থে বিলুপ্ত এফইআর অ্যাক্ট-১৯৪৭ এর ১৮/এ ধারা পুনঃস্থাপন করার প্রস্তাব করছি।’

পূর্ববর্তী নিবন্ধসিএলএফ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং আগ্রাবাদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধ৬৫ লাখ টাকার স্বর্ণসহ হাটহাজারীর নিজাম আটক