৬০ লিটার চোলাই মদ উদ্ধার বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ দেশীয় তৈরী চোলাই মদসহ ১ মাদক কারবারী, দ্রুত বিচার আইনের ১ জন এবং যৌতুক নিরোধ আইনের ১ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মদ পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ৮নং ওয়ার্ড হাতিয়া খোলা মহিষডেরা ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেলে করে পাচারের সময় ৬০ লিটার পাহাড়ি চোলাই মদসহ মো. আকতার হোসেন (২৫) নামে একজনকে আটক করা হয়। সে হাতিয়াখোলা চম্পাপাড়া এলাকার অলি আহমদ প্রকাশ অলি ফকিরের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। একইদিন উপজেলার উত্তর মুরাদাবাদ গ্রামের নুর নবীর ছেলে দ্রুত বিচার আইনের আসামী আরাফাত প্রকাশ বোরহান উদ্দীন এবং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে যৌতুক নিরোধ আইনের আসামী ফয়সাল উদ্দীনকে আটক করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে পুরকৌশল বিভাগে দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধজেলে পাড়ায় আলোকিত পতেঙ্গা সংগঠনের চিকিৎসা সহায়তা