৬০ দিন পর পুনরায় চালু হচ্ছে বহির্বিভাগের সেবা

সোমবার থেকে টিকাদান শুরু ২টায়

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৭ পূর্বাহ্ণ

করোনা রোগীর চাপ সামাল দিতে গত ৫ জুলাই বর্হিবিভাগের সেবা সীমিত করা হয়েছিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। চাপ বাড়তে থাকায় বর্হিবিভাগের সেবা পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ১৫ জুলাই। তখন থেকে বর্হি বিভাগের সেবা বন্ধই রয়েছে এ হাসপাতালে। তবে সংক্রমণ ও করোনা রোগীর চাপ কমায় বর্হিবিভাগের সেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ১৫ সেপ্টেম্বর (বুধবার) থেকে বর্হিবিভাগের সেবা পুরোদমে চালু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিমুল ইসলাম। তিনি আজাদীকে বলেন, অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে এবং করোনা পরীক্ষা করাতে আসা সন্দেহজনক রোগীদের মাধ্যমে অন্য রোগীদের সংক্রমণের ঝুঁকি এড়াতে বর্হিবিভাগের সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বর্তমানে করোনা সংক্রমণ ও রোগীর চাপ অনেকটা কমে এসেছে। যার কারণে বর্হিবিভাগের সেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে বর্হিবিভাগের এ সেবা পুরোদমে চালু হবে। বর্হি বিভাগে স্বাভাবিক সেবার পাশাপাশি ডেঙ্গু ও করোনা টেস্ট চালু থাকবে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুুপুর ১টা পর্যন্ত বর্হি বিভাগের এ সেবা পাওয়া যাবে বলেও জানান আরএমও তানজিমুল ইসলাম। প্রসঙ্গত, বন্ধের ৬০ দিন পর বর্হি বিভাগের এ সেবা পুনরায় চালু হচ্ছে।
বর্হি বিভাগ চালুর পর পর্যায়ক্রমে আন্তঃবিভাগেও অন্যান্য রোগী ভর্তি দেয়া হবে বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, করোনা রোগী কমে গেছে। এতে হাসপাতালের অনেক ওয়ার্ড এখন খালি। যার কারণে পর্যায়ক্রমে আমরা
আন্তঃবিভাগেও অন্যান্য রোগী ভর্তি দেয়ার চিন্তা-ভাবনা করছি। প্রথমে সার্জারিসহ আরো কয়টি ওয়ার্ডে রোগী ভর্তি দেয়া হবে বলেও জানান সিভিল সার্জন।
সোমবার থেকে টিকাদান শুরু দুপুর ২টায় : বর্তমানে সকালে ও বিকেলে দুই শিফটে করোনার টিকা দেয়া হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। তবে ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে এ কেন্দ্রে টিকাদান শুরু হবে দুপুর ২টায়। এ তথ্য নিশ্চিত করে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিমুল ইসলাম বলেন, ১৩ সেপ্টেম্বর থেকে প্রথম ডোজ ও ২য় ডোজসহ করোনার সব ধরণের টিকাদান দুপুর ২টায় শুরু হবে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলছেন, যেহেতু সকালে বর্হিবিভাগের সেবা চালু হচ্ছে, সেহেতু টিকাদান কার্যক্রম দুপুরের পর শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। নয়তো টিকাগ্রহীতাদের ভিড়ের কারণে বর্হি বিভাগে সেবা নিতে আসা রোগীরা জটিলতার সম্মুখীন হতে পারেন। এসব বিষয় বিবেচনায় ১৩ সেপ্টেম্বর থেকে করোনার টিকাদান কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
মূলত জটিলতা এড়াতে এবং টিকা গ্রহীতা ও বর্হি বিভাগের সেবা গ্রহীতাদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, এজন্যই এ সিদ্ধান্ত।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যে থানা সম্মেলনের টার্গেট
পরবর্তী নিবন্ধউপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে চসিক