উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে চসিক

অতিরিক্ত ১৬ জনের নামে মজুরি প্রদান

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মরতদের অতিরিক্ত ১৬ জনের নামে মজুরি প্রদান করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন চসিক সচিব খালেদ মাহমুদ।
এতে বলা হয়, গত জুন মাসে পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ডোর টু ডোর শ্রমিকদের মজুরি সংক্রান্ত মেয়র কর্তৃক অনুমোদিত নোটশীটে সেবকের সংখ্যা ও মজুরিতে টাকার পরিমাণ কাটাকাটি করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্মরত পরিচ্ছন্নকর্মীর অতিরিক্ত ১৬ জনকে মজুরি প্রদান করা হয়। যা চসিক চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৪৯ অনুযায়ী অসদাচারণ পর্যায়ভুক্ত। তাই শাস্তিমূলক কেন ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়।
এ বিষয়ে মো. মোরশেদুল আলম চৌধুরী আজাদীকে বলেন, ডোর টু ডোর শ্রমিকদের বেতনের ফিগারে ভুল হয়েছিল। সেটা কেটে সংশোধন করেছিলাম।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে ডোর টু ডো প্রকল্পের শ্রমিকদের কর্মস্থলে অনুপস্থিত পাওয়ার অভিযাগ ওঠে।

পূর্ববর্তী নিবন্ধ৬০ দিন পর পুনরায় চালু হচ্ছে বহির্বিভাগের সেবা
পরবর্তী নিবন্ধসবাই কাউন্সিলর হতে চান