৫ মাস ৫০ লাখ পরিবার পাবে ১৫ টাকা দরে চাল : খাদ্যমন্ত্রী

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

খাদ্যবান্ধব কর্মসূচিতে মার্চ থেকে পাঁচ মাস ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামী মার্চ থেকে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। মার্চ, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর ও অক্টোবরএই পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। রমজানে এক কোটি পরিবারকে ভিজিএফে চাল দিতে আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা চাই, মিয়ানমার থেকে আনা ভালো আতপ চাল রমজানে দেব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই চাল বিতরণ করবে। এই বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় এক কোটি মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি ওএমএসে আটার বরাদ্দও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। খবর বিডিনিউজের।

সাধন বলেন, স্বাধীনতার পর থেকে এবার সর্ববৃহৎ বিতরণ কার্যক্রম চলছে। আড়াই হাজার ডিলারের মাধ্যমে চাল ও আটা বিতরণ করা হচ্ছে। অন্য বছর এই সময়ে ওএমএস কর্মসূচি বন্ধ রাখা হলেও এবার ওএমএসে নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা কেজিতে চাল এবং ২৪ টাকা কেজিতে আটা কিনতে পারছেন। দেশে চালের প্রচুর মজুত থাকায় স্বস্তিতে থাকার কথাও জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও দেশে চালের দাম স্থিতিশীল রয়েছে, চাল নিয়ে কোনো হাহাকার নেই। এটাই আমাদের জন্য বড় পাওয়া। রমজান মাসে মানুষকে অন্তত চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হবে না। চাল মজুদের বিষয়ে মন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানির পথ খোলা রয়েছে, তবে কম চাল আসছে। দেশে প্রচুর চালের মজুত আছে। আমাদের সরকারি মজুতও প্রচুর। স্বাধীনতার পর থেকে এখন আমাদের সবচেয়ে বেশি মজুত।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ক্ষতিগ্রস্ত ৬২ পরিবার পেলেন ঢেউ টিন ও অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধবাংলা ভাষার প্রচলনের মধ্যেই ২১ ফেব্রুয়ারির চেতনা নিহিত