ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া ব্রিজের রেলিং ভেঙে যাওয়ার ৫ মাস অতিক্রান্ত হলেও এখনও মেরামত করা হয়নি। এতে দুর্ভোগে পড়েছে চলাচলকারী যানবাহন ও স্থানীয়রা। ৫ মাস পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া মাজার এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হয়। এ সময় ব্রিজের রেলিং ভেঙে পড়ে। মহাসড়কের ব্যস্ততম এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছে। বার আউলিয়া খালের উপর নির্মিত ব্রিজটির রেলিং ভেঙে যাওয়ার পর থেকে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রেলিং ভেঙে যাওয়ার দীর্ঘ ৫ মাসেও নজরে পড়েনি সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষের নজরে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনসাধারণ। এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের সীতাকুণ্ড উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, ব্রিজের রেলিং ভেঙে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। শীঘ্রই এটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।