‘৫৭ লাখ টাকার মাথা’ নিয়ে মরে গেলেন তিনি!

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

ভারতের মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা আক্কিরাজু হরগোপাল ওরফে রামকৃষ্ণ মৃত্যুবরণ করেছেন। তাকে জীবন্ত অবস্থায় ধরে দেওয়ার জন্য অন্ধ্রপ্রদেশ সরকার ৫০ লাখ রুপি (৫৭ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছিল। গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ভারতীয় পুলিশ। তবে সিপিআই (মাওবাদী) দলের পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য রামকৃষ্ণের মৃত্যুর খবরের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। খবর বাংলানিউজের।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার এলাকায় দণ্ডকারণ্যের গভীর জঙ্গলে এক অজানা রোগে তার মৃত্যু হয়। ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সন্তান মাওবাদী নেতা রামকৃষ্ণ জনপ্রিয় ছিলেন ‘আরকে’ নামে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মরে গিয়েও এমপি হলেন তিনি!
পরবর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরে গুলিতে ২ ভারতীয় সেনা নিহত