জম্মু-কাশ্মীরে গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক সন্ত্রাসবিরোধী অভিযানে ২ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বৃহস্পতিবার রাতে পুঞ্চ-রাজৌরি জঙ্গলে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে এ দুজন প্রাণ হারান। খবর বিডিনিউজের। কয়েকদিন আগে একই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আরও ৫ ভারতীয় সেনা নিহত হয়েছিল। বৃহস্পতিবার নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক কর্মকর্তাও আছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। ধারণা করা হচ্ছে, পুঞ্চের ওই জঙ্গলে সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার একদল সদস্য আশ্রয় নিয়েছে। ওই খবর পেয়েই ভারতীয় সেনারা অভিযানে নামে। অভিযান এখনও চলছে; অভিযানের কারণে জম্মু-পুঞ্চ-রাজৌরির মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। পুঞ্চের মেন্ধার সাব ডিভিশনের নার খাস জঙ্গলে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের মধ্যে ১৪ অক্টোবর সন্ধ্যার সময় সেনাসদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়, বলা হয় সেনাবাহিনীর বিবৃতিতে। এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনারা গত কয়েকদিন ধরে তিন সন্ত্রাসীকে ধাওয়া করছে, কিন্তু উঁচু পাহাড় ও জঙ্গলের সুবিধাকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা তাদের নাগালের বাইরে থেকে যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) আছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দু। গত সপ্তাহে একই এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিতে যে ৫ ভারতীয় সেনা নিহত হয়েছিল তার মধ্যেও এক জেসিও ছিল।

পূর্ববর্তী নিবন্ধ‘৫৭ লাখ টাকার মাথা’ নিয়ে মরে গেলেন তিনি!
পরবর্তী নিবন্ধআইসিইউতে বিল ক্লিনটন