৫৩ দিন পর চট্টগ্রামে শূন্য শনাক্ত, একদিন পরই একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ১০ নভেম্বরের নমুনা পরীক্ষায় নতুন কোনো করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি। এর মাধ্যমে ৫৩ দিন পর করোনা শনাক্ত শূন্য দিন দেখল চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রদত্ত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, ১০ নভেম্বর সরকারি-বেসরকারি মিলিয়ে সাতটি পরীক্ষাগারে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে এর সংক্রমণ মেলেনি।

এর আগে সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর রোগীশূন্য দিন মিলেছিল। ওই দিন ৬৯ জনের নমুনা পরীক্ষায় কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। তবে শূন্য শনাক্তের একদিন পরই (১১ নভেম্বর) আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। জহুরা বেগম (৭০) নামের ওই বৃদ্ধা বিআইটিআইডি হাসপাতালে মারা যান। তার বাড়ি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায়। এদিন একজন মৃত্যুর পাশাপাশি তিনজনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংক্রমণের শুরুর দিন থেকে এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা মিলিয়ে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়ে তার মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।

পূর্ববর্তী নিবন্ধনগরে হচ্ছে হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে চট্টগ্রামে আরও এক