৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী

খুলনা ও রাজশাহীতে শনাক্তের হার বেশি

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৩১৯ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৫০ জনের। সোমবারও মৃত্যুর সংখ্যা ৫০ এর উপরে ছিল। শনাক্ত রোগীর সংখ্যাও ৩ হাজারের বেশি ছিল। সর্বশেষ ৫৩ দিন আগে গতকালের চেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ার খবর এসেছিল। গত ২৩ এপ্রিল ৩ হাজার ৬২৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। খবর বিডিনিউজের।
গত একদিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২২২ জন। খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে রোগী শনাক্তের হার বেশি। গত একদিনে সর্বাধিক ১৫ জন করে ৩০ জন মারা গেছে এই দুই বিভাগে। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৪৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।
বাংলাদেশে গত মার্চের শেষ থেকে সংক্রমণ ও মৃত্যুর গতি বেড়ে যায়। কঠোর বিধিনিষেধের মধ্যে মে মাসে তা কিছুটা কমলেও সীমান্ত অঞ্চলে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঘটার পরিপ্রেক্ষিতে রোগীর সংখ্যা আবার বাড়ছে। ঢাকা নগরীসহ জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫৫০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর পরে বেশি শনাক্ত হয়েছে রাজশাহী (৩৫৩ জন), যশোর (২৪৯), নোয়াখালী (১৯১ জন), খুলনা (১৬৬ জন), চট্টগ্রাম (১৫৮ জন)।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১২টি ল্যাবে ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের ৩০ জন পুরুষ আর ২০ জন নারী। তাদের ৪৫ জন সরকারি হাসপাতালে, ৩ জন বেসরকারি হাসপাতালে মারা যান। একজনকে হাসপাতালে আনার পথে এবং একজন বাসায় মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি এইচএসসি নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১৫৮