দেশে গত এক দিনে আরও চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে ২৬৮ জনের মধ্যে, যাদের ৯১ শতাংশই ঢাকা জেলার বাসিন্দা। গতকাল রোববার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৪৭ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৪৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৫২টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
এই সময়ে দৈনিক শনাক্তের হার ফের ২ শতাংশের নিচে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা কর হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ শতাংশ। প্রায় দুই মাসের বেশি সময় পর গত শুক্রবার দৈনিক শনাক্তের হার দুই শতাংশের উপরে উঠে গিয়েছিল। শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ০২ শতাংশ। শনিবার ছিল ২ দশমিক ০১ শতাংশ। যে চারজন গত এক দিনে মারা গেছেন, তাদের তিনজনই নারী, সবার বয়স ছিল ষাটের বেশি। তাদের তিনজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন।