মাত্র ৫০ দিন পরেই এলপিআর–এ যাওয়ার কথা ছিল মোহাম্মদ ইউনূস মিয়াজির। সুনামের সঙ্গে চাকরিজীবন শেষ করে অবসরের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু লরি থেকে ছিটকে পড়া কন্টেনার তাকে জীবন থেকেই অবসর দিয়ে দিয়েছে।
চাঁদপুরের ইউনূস মিয়াজি চিটাগাং সাইলোতে অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বহু বছর ধরে। আগামী ৩০ জুন তার চাকরিজীবন শেষ হওয়ার কথা। ওইদিন থেকে শুরু হওয়ার কথা এলপিআর। কিন্তু গতকাল সকালে কন্টেনার চাপা পড়ে পুত্র রহিম মিয়াজিসহ প্রাণ হারান হতভাগ্য ইউনূস মিয়াজি। এলপিআর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, অথচ দুর্ঘটনায় জীবন থেকেই তাকে মর্মান্তিকভাবে ছুটি দিয়ে দিল।
গতকাল ইউনূস মিয়াজির সহকর্মী মুরাদ হাসান দৈনিক আজাদীকে জানান, আর মাত্র ৫০ দিন পরই ইউনূস মিয়াজির অবসরে যাওয়ার কথা ছিল। অবসরের পর সময় কিভাবে কাটাবে, কি কি করবে তা নিয়েও সহকর্মীদের সঙ্গে নানা আলাপ আলোচনা করতেন। চাঁদপুরে চলে যাওয়ার কথা ছিল তার। তিন পুত্র এবং স্ত্রীকে নিয়ে নানা স্বপ্নও দেখছিলেন। কিন্তু সবই শেষ হয়ে গেল।