৫০ দিনের মধ্যে ভারতে সর্বনিম্ন শনাক্ত

কোভিড-১৯

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৫২ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারীতে পর্যদুস্ত ভারতে নতুন সংক্রমণ হ্রাসের ধারা অব্যাহত আছে, এবার গত ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ৫২ হাজার ৭৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ৩১২৮ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জনে। বিশ্বে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় স্থানে আছে। কোভিড-১৯ এ মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মৃত্যু তিন লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে। চলতি মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের মধ্য দিয়ে দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড করেছিল দেশটি; অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল আর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় শয্যা ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ে সিরিজের আগেই স্পিন কোচ পাবে টাইগাররা
পরবর্তী নিবন্ধসৎকারে আসেনি কেউ শ্রাদ্ধে খেতে হাজির ১৫০ জন