৫০০ পর্বে ‘বউ শাশুড়ি’

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:২৫ পূর্বাহ্ণ

আকাশ রঞ্জন নির্মিত ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’ গতকাল রোববার ৫০০ পর্ব শেষ হয়েছে। আমার লেখা নাটকটি দর্শক গ্রহণ করেছেন, জনপ্রিয়তা পাওয়ায় খুব ভালো লাগছে। আগামীতেও জনপ্রিয়তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। নাটকটির গল্প প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, মাবাবা, ভাইবোন, স্ত্রীসন্তান নিয়ে আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউশাশুড়ির সম্পর্ক এর মূল কারণ। বউশাশুড়ির যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। ছেলে কার মন রক্ষা করবে? মায়ের না স্ত্রীর? সংসারে শুরু হয় প্রতিযোগিতা, দ্বন্দ্ব, অশান্তি। এমন ঘটনা অনেক পরিবারের মধ্যেই বিরাজমান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, শেলী আহসান, রিয়া চৌধুরী, প্রাণেশ চৌধুরী, আমিন আহমেদ, শফিক খান দিলু, সায়কা আহমেদ, অনামিকা, গুলশান আরা প্রমুখ। সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে নাটকটি।

পূর্ববর্তী নিবন্ধনজুমিয়া হাটে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ২১০তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধতোমামাঝে অসীমের চিরবিস্ময়