৪ রানের জন্য বিশ্বরেকর্ড বঞ্চিত রিয়াদ-তাসকিন

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

কঠিন পরিস্থিতিতে ব্যাট করাটা মাহমুদউল্লাহ রিয়াদের জন্য নতুন কিছু নয়। তবে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তাসকিনকে নিয়ে অসাধারণ একটা কাজ করে ফেললেন রিয়াদ। নিজে করলেন টেস্ট ক্যারিয়ারে প্রথর সেঞ্চুরি। তাসকিন তুলে নিলেন প্রথম হাফ সেঞ্চুরি। শুধু তাই নয় সুযোগ ছিল নবম উইকেটে বিশ্বরেকর্ড গড়ারও। মাত্র ৪ রানের জন্য সেটা মিস হয়ে গেল। টেস্টের ইতিহাসে এই উইকেটে সর্বোচ্চ জুটিটি ১৯৫ রানের। ১৯৯৮ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে নবম উইকেটে ১৯৫ রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার আর প্যাট সিমকক্স। মাহমুদউল্লাহ-তাসকিনের জুটিটি থামল ১৯১ রানে। তাসকিনকে বোল্ড করে এই জুটিটি ভেঙেছেন জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার মিলটন সাম্বা। ১৩৪ বলে তার ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংসটিতে ছিল ১১টি চারের মার। বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও কয়েকটি রেকর্ডে নাম জড়িয়েছেন তাসকিন-রিয়াদ জুটি। নবম উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি এখন এই দুজনের। এর আাগে এই উইকেটে বাংলাদেশের সেরা জুটিতেও ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবুল হাসানকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ১৮৪ রানের জুটি গড়েছিলেন রিয়াদ। শুধু তাই নয় হারারে রস্পার্টস ক্লাব মাঠে যে কোনো দলের নবম উইকেটে সবচেয়ে বড় জুটিটি আগে ছিল ১৪৭ রানের। ১৯৯৮ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম আর মুশতাক আহমেদ এই জুটি গড়েছিলেন। অনেক অর্জনের এই জুটির একমাত্র আক্ষেপ হতে পারে মাত্র ৪ রানের জন্য বিশ্বরেকর্ড মিস করা। সেটা না হলেও, যা হয়েছে, তাতে বিশ্ব ক্রিকেট অনেক দিন মনে রাখবে মাহমুদউল্লাহ-তাসকিনকে।

পূর্ববর্তী নিবন্ধইংলিশদের পেনাল্টি বিতর্ক
পরবর্তী নিবন্ধতাসকিনের দুর্দান্ত ৭৫ রান