৪ দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৮:৪৫ অপরাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনার গণটিকা কার্যক্রম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকার কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা দেওয়ার কার্যক্রম।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।

পূর্ববর্তী নিবন্ধক্ষেত নষ্ট করায় লাখ টাকার গরুকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ